রবিবার, ১১ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
একুশে ডেস্ক:
ডোহেনিকে ফিরিয়ে বাংলাদশে দলকে ব্রেকথ্রু দিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডোহেনি। তার বিদায়ে ৫.২ ওভারে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। সিরিজে হার এড়াতে হলে আইরিশদের ২৭৫ রান করতে হবে।
এই ম্যাচে অভিষেক হয় রনি তালুকদারের। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে তিনি বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেও বেশি দূর যেতে পারেননি। ১৪ বলে ৪ রানেই ফেরেন।
এরপর অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম দুই ম্যাচে ৪৪ ও ১১৭ রানের ইনিংস খেলা শান্ত এদিন ফেরেন ৩২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে।