রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

দেড় বছর ফ্রিজে ভরে রেখেছে বাবার লাশ

দেড় বছর ফ্রিজে ভরে রেখেছে বাবার লাশ

একুশে ডেস্ক:

নেদারল্যান্ডসে ৮২ বছরের এক বৃদ্ধ তার ১০১ বছর বয়সী বাবার লাশ ফ্রিজে ভরে রেখেছেন ১৮ মাস। ওই ব্যক্তির দাবি, তিনি তার মৃত বাবার সঙ্গে যোগাযোগ অটুট রাখতে এবং কথা বলার জন্য এই কাজ করেছেন। খবর ইন্ডিপেন্ডেন্টের।

ওই ব্যক্তির প্রতিবেশীরা জানিয়েছে, মৃত ব্যক্তি টিউমারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। যার কারণে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন তিনি।

এর আগে ২০১৫ সালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি তার মৃত মায়ের মৃতদেহ প্রায় দুই বছর ধরে লুকিয়ে রেখেছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana