মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিয়ে করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। দিশা ইসলামকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন সালমান। বিষয়টি নিয়ে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিনি। নববধূকে নিয়ে বিস্তারিত লিখেছেন সালমান।
২৪ ঘণ্টার কম সময়ে দিশাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন সালমান। তার স্ত্রীর বিষয়ে তিনি আরও লিখেন- ‘দীর্ঘ ৭ মাস পর আমার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড ফোন করে আমাকে জিজ্ঞাসা করে- ‘সবকিছু ছেড়ে সে (দিশা) যদি বাচ্চাদের নিয়ে তোমার দরজায় হাজির হয়, তুমি কি তাকে গ্রহণ করতে পারবে? নাকি বিষয়টা তোমার জন্য বোঝা হয়ে যাবে?’ এ কথা শুনে আমার শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়েছিলাম। এমন বিক্ষিপ্ত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টার কম সময় নিয়েছিলাম। এখনকার দিনে তার মতো এত শক্তিশালী কোনো ভালোবাসা নেই। আমি কখনই এমন কাউকে পাব না, যে সালমান মুক্তাদিরের মতো একটি ছেলের জন্য সবকিছু ছেড়ে আসব। সে আমার হৃদয়-আত্মা দেখেছে। মানুষ হিসেবে সে আমাকে সম্মান করে, সে তার সবকিছু দিয়ে আমাকে ভালোবাসে। সে আমার জন্য তার সবকিছু ত্যাগ স্বীকার করেছে। এই নারী শিক্ষিত, স্মার্ট, জ্ঞানী ও শক্তিশালী। আর এমন একজন মেয়ে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে।’