মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের শোলমারা বধ্যভূমি সংস্কারের পর প্রথম পুষ্পস্তবক অর্পন করলেন যুব সংগঠক সাদী

কিশোরগঞ্জের শোলমারা বধ্যভূমি সংস্কারের পর প্রথম পুষ্পস্তবক অর্পন করলেন যুব সংগঠক সাদী

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদ, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল, রবিবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও ষোলমারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের ষোলমারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য সঞ্জিত কুমার নাহা, বিএডিসির সাবেক প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দে, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদ, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, প্রচার সম্পাদক শাহবিয়া আলম নাদিম, শ্রমিক নেতা বাবুলসহ স্থানীয় লোকজন।
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী বলেন, ২০০৭ সালে ষোলমারায় একাত্তরের শহীদদের আত্মা বর্ষায় পানিতে ভেসে বেড়ায় ও শুকনায় গো চারণভূমিতে পরিণত শিরোনামে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করলে তৎকালীন জেলা প্রশাসক সোলতান আহমেদের দৃষ্টি আকর্ষণ হয়। পরে তিনি জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনওয়াজ দিলরুবা খানমের মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে দিয়েছিলেন। সম্প্রতি বছরে সে স্মৃতিস্তম্ভটি ভেংগে ৮০ লাখ টাকা ব্যায়ে গণপুর্ত বিভাগের মাধ্যমে আধুনিক এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana