মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

ইউক্রেনকে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা পোল্যান্ডের

ইউক্রেনকে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা পোল্যান্ডের

একুশে ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ট্যাংকের পর এবার ইউক্রেনকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিল পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana