রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরামের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরামের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরামের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এবং সঞ্চয় দুর্দিনের সহায়ক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইটালে পরিকল্পিত ফোরাম টাওয়ার নির্মাণের জন্য ক্রয়কৃত স্থানে শুক্রবার সকালে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন।
সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ফোরামের ব্যবস্থাপনা পরিচালক জেলা কালেক্টেরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান সারোয়ার আহম্মদ খান।
আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আ.মান্নান, ফোরামের ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ আ.স.ম গোলাম রব্বানী,কিশোরগঞ্জ কাল্টেরেট কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া।
সাধারণ সভার আলোচনায় অংশ নেন, ফোরামের পরিচালক (সংগঠন) মোয়জ্জেম হোসেন গাজী, বিআরডিবির সাবেক কর্মকর্তা মো: আজিজুর রহমান, সিনিয়র নার্স এমএ হালিম, আ.রহমান রুমী, আলহাজ্ব মো. মেহের উদ্দিন, সংস্কৃতি কর্মী আতাউর রহমান মিলন, সিনিয়র শিক্ষক আ.কাইয়ুম, অ্যডভোকেট মো: আবু তাহের, ইসহাক মিয়া, তৌহিদুল ইসলাম প্রমুখ।
বার্ষিক সভায় ফোরামের টাওয়ার নির্মাণ,সংবিধানের সংযোজন বিয়োজনসহ বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ফোরামের উপদেষ্টাপর্ষদ,পরিচালনা পর্ষদ ছাড়াও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর তারিখে ফোরামের অঅনুষ্ঠানিক যাত্র শুরু হয়েছিলো। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে ফোরামের ২৩২ জন সদস্য নিয়ে ৮ম সাধারণ সভায় মিলিত হয়েছে। সরকারী চাকুরীজীবী কল্যাণ ফোরাম এখন একটি পূর্ণাঙ্গ কল্যাণমুলক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana