মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

‘তারা কী করতে পারে খোলা মনে দেখব’

‘তারা কী করতে পারে খোলা মনে দেখব’

একুশে ডেস্ক:

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে।

এ সিরিজের মধ্য দিয়ে লম্বা বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন টপঅর্ডার ব্যাটসম্যান রনি তালুকদার। তিনি ২০১৫ সালের ৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অভিষেকে ১ রানে আউট হয়ে দল থেকে বাদ পড়ে যান।

ইংল্যান্ড সিরিজে হৃদয়, রেজাউর, তানভীর ও রনি তালুকদারের পারফরম্যান্স কাছ থেকে পরখ করবেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ম্যাচ শুরুর ঠিক আগের দিন বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে হাথরুসিংহে বলেন, তারা কী করতে পারে, সেটি আমি খোলা মন নিয়েই দেখব। যে পারফরম্যান্সে তারা নির্বাচিত হয়েছে, আশা করব তেমনই করবে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আন্তর্জাতিক পর্যায়ে তারা সামর্থ্য দেখাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana