মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মিষ্টার ঘনশ্যাম ভান্ডারী।
শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মিষ্টার ঘনশ্যাম ভান্ডারী লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে তাকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি প্রধান অতিথিসহ বিশেষ অতিথি ও সন্মানিত অতিথিবৃন্দকে উত্তরীয় পড়িয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। পরে তিনি বিদ্যালয়ের ১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে অংগ্রণ করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে বার্ষিক বনভোজনেও অংশগ্রহন করেন তিনি।
এ সময় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন মশিউর আহমেদ এর সঞ্চালনায় লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনা ফেরদৌসী মুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত মিলিটারী এ্যাটাচী রৌশন শামসের, বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন টুকু, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১, বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন লূৎফর রহমান (এমজেএফ), কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ মিছবাহুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকার সহ জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।