মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার পথে দুই যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান আবাসিক হলের সামনে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার যুবকরা হলেন, নগরীর তেরখাদিয়ার ডাবতলা পূর্ব মোড় এলাকার স্বপ্নচূড়া টাওয়ারের স্বত্বাধিকারী শাকিল উদ্দীন আহমেদের ছেলে শাহিল আহমেদ ধ্রুব (২০) ও কোর্ট স্টেশন এলাকার ভ্যানচালক রবিউল ইসলাম কালুর ছেলে ফয়সাল (২০) আহমেদ।
আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।