শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

একুশে ডেস্ক:

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চ্যালেঞ্জের মুখে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ইসরাইলবিরোধী প্রস্তাবের নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু।

প্রস্তাবটিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে এ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। খবর রয়টার্সের।

গৃহীত প্রস্তাবে ইসরাইলের দখলদারের কারণে ফিলিস্তিনিদের অধিকার কীভাবে ক্ষুণ্ন হচ্ছে, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ।

গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়।

প্রস্তাবটি ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। উগ্র ডানপন্থি নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

ক্ষমতাগ্রহণের পরই তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ফিলিস্তিনের বেশ কয়েকটি অঞ্চল পাঁচ দশক ধরে অবৈধভাবে দখল করে রেখেছে ইসরাইল।

এ অবৈধ দখলদারিত্বের কারণে ইসরাইল ‘কী ধরনের বিচারের মুখে পড়বে’ সে বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইজিসে) মতামত জানতে একটি প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘে। ওই সময় ইসরাইলের বিরোধিতা করে ফিলিস্তিনের সপক্ষে ভোট দেয় বাংলাদেশ।

বাংলাদেশসহ ৮৭ দেশ ওই সময় ফিলিস্তিনকে সমর্থন করে। তবে ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ২৬ দেশ। আর ভোটদানে বিরত ছিল ৫৩ দেশ।

সর্বোচ্চ ভোট পাওয়ায় জাতিসংঘে এ প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব পাস হওয়াকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সেই সঙ্গে একে নিজেদের বিজয় হিসেবেও উল্লেখ করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে— ‘এর মাধ্যমে ইসরাইলের অপরাধ উন্মোচিত হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana