মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

কলমাকান্দা ভারত সীমান্তে অপরুপ সৌন্দর্যে ঘেরা মেঘালয় পাদদেশ

কলমাকান্দা ভারত সীমান্তে অপরুপ সৌন্দর্যে ঘেরা মেঘালয় পাদদেশ

মোঃ ফরমান উল্লাহ, কলমাকান্দা নেত্রকোনা :

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইইনিয়নের পাচগাও নতুন বাজার সন্নিকটে মাননীয় সংসদ সদস্য বাবু মানু মজুমদার মহোদয়ের বাংলোর পাশে ভারত -বাংলাদেশ সীমান্তে অপরুপ সোন্দর্যের মহাসমারোহে মেঘালয় পাদদেশ।দৃশ্যের সোন্দর্যকে আরো মনোরম করে তোলেছে সাংবাদিক ফখরুল আলম খসরু সাহেবের মেঘালয় পাহাড়ের দিক নিদের্শনা মুলক ছবিটি।তিনি মাননীয় সংসদ সদস্য বাবু মানু মজুমদার মহোদয়ের বাংলোর সামনে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন।
পাহাড়ের মনোরম মনমুগ্ধকর দৃশ্য দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসেন।বছরের অধিকাংশ সময় মানুষ কর্মব্যস্ত থাকে।অবসর সময়ে এসব মনোরম পরিবেশে ঘুরে আসলে মন মানমানসিকতা ভালো থাকে। বাংলাদেশ-ভারত সীমান্তে নেত্রকোনা জেলায় আরো অনেক মনমুগ্ধকর স্থান রয়েছে।তবে পাহাড় বেষ্টিত বেশীর ভাগ স্থানই ভারতের অন্তর্ভূক্ত।বছরে বিশেষ কিছু সময় সীমিত আকারে প্রবেশ করার অনুমোদন পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana