মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ শহিদুল ইসলাম। বৃহস্পতিবার তিনি কিশোরগঞ্জ সফরে আসলে হোসেনপুর সড়কের নগুয়া কদমতলী এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ রিসোর্টে এ সংবর্ধনা প্রধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেডএ সাহাদাৎ হোসেন, শাহজালাল ব্যাংকের কর্মকর্তাগণ, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পুিরষদের সভাপতি আমিনুল হক সাদী, যুব নারী তাসলিমা আক্তার মুনমুন,রুমা সিদ্দিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড (ঝওইখ) হচ্ছে বাংলাদেশের একটি শরীয়াহ ভিত্তিক পরিচালিত প্রাইভেট খাতে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে নিবন্ধিত এই ব্যাংকটি ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এ ব্যাংকের সকল কার্যক্রম ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত হয় এবং ইসলামি শরীয়াহ অনুমোদিত বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগলব্ধ মুনাফা থেকে আনুপাতিক হারে আমানতকারীদের মুনাফা প্রদান করা হয়।