মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৫ মন ওজনের রঙ বাহাদুর কোরবানীর পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।
উৎসুক জনতা বড় আকারের ভিন্ন প্রকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন কৃষকের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
হোসেনপুর উপজেলাধীন গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারের পূর্ব পার্শ্বে গণমান পুরুরা গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র সিদ্দিকুর রহমান রঙ বাহাদুরের মালিক। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটে অথবা বাড়ি থেকেই গরুটিকে বিক্রি করতে চান তিনি।
লোকমুখে খবর পেয়ে দূরদূরান্ত থেকে পাইকাররা দাম হাকিয়েছেন ১১ থেকে সাড়ে ১২ লাখ টাকা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কৃষক সিদ্দিকুর রহমানের গৃহপালিত গাভী থেকে প্রিজিয়ান জাতের একটি ষাড় বাছুর জন্ম নেয়।
৪ বছর লালন পালনের পর বর্তমানে রঙ বাহাদুরের ওজন দাঁড়িয়েছে ৩৫ মন (১৪ শ’ কেজি) এর উচ্চতা ৬ ফুট এবং দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট।
কালো রঙ বাহাদুর খুবই ন¤্র ও আরাম প্রিয়। বিচি কলা, ছোলা, কেশারী কলাই, গমের ভূষি, বাঁশপাতা, খেড় , ভুট্রা ইত্যাদি তার নিত্য দিনের খাবার। দৈনিক সাবান দিয়ে গোসলের পর তাকে খাবার দেয়া হয়।
দুপুরের খাবার খেয়ে সে খানিকটা ঘুমিয়ে পড়ে।
প্রতিবেশী রোমান মিয়া জানান, কোনো রোগ বালাই ছাড়াই রঙ বাহাদুর ৪ বছরে পর্দাপন করেছে।
রঙ বাহাদুরের মালিক সিদ্দিকুর রহমান জানান, সখের বশবতি হয়ে রঙ বাহাদুরকে লালন পালন করেছি।
তিনি আরও জানান, কোরবানীর ঈদ উপলক্ষে রঙ বাহাদুরকে ক্রয় করতে ০১৭২৫৩৩৪৬৬১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে সকলের নিকট আকুতি জানিয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল মান্নান জানান, জেলা পর্যায়ের সবচেয়ে বড় গরু কোরবানী হাটে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
রঙ বাহাদুরকে প্রায়ই স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং তার পরিচর্যার জন্য কৃষককে পরামর্শ দেয়া হয়েছে।