মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

কিশোরগঞ্জে শাহ আজিজুল হকের জানাযা সম্পন্ন

কিশোরগঞ্জে শাহ আজিজুল হকের জানাযা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির ছয়বারের সাবেক সভাপতি, চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মেধাদীপ্ত রাজনীতির সারথি পিপি শাহ আজিজুল হক এঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জের রাজনৈতিক-সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২৭ মে) বেলা ১২টার দিকে ফ্রিজার ভ্যানে করে মরদেহ আনার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মরদেহ আনার পর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেন। এছাড়া নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের মরদেহ প্রথম নামাজে জানাজার জন্য ঐতিহাসিক পাগলা মসজিদে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় এডভোকেট শাহ আজিজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana