শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

হোসেনপুরে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা

হোসেনপুরে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শরিবার (২১মে) সকালে হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজ হল রুমে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে কলেজ কর্তৃকপক্ষ।
হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো: আজিজুর রহমান।
প্রভাষক মুহাম্মদ কামরুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো: লুৎফুর রহমান মানিক, সুরাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হক, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর আদর্শ উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন প্রমুখ।
জানা যায়, হোসেনপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে হালনাগাদ নিরীক্ষা কাজ সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে পত্র ইস্যূ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana