মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

ভৈরবে প্রধান মন্ত্রীর দেওয়া ঘর ও জমি পেল গৃহহীন ও ভূমিহীনরা

ভৈরবে প্রধান মন্ত্রীর দেওয়া ঘর ও জমি পেল গৃহহীন ও ভূমিহীনরা

এম.এ হালিম,বার্তাসম্পাদক:

ঈদ ঊপলক্ষ্যে ভৈরবে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার গৃহহীন ও ভ’মিহীন ৫০ টি পরিবার পেল জমি ও নতুন ঘর । সকালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গ-ভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সারাদেশে ৩য় ধাপে গৃহহীন ও ভ’মিহীনদের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর করেন । প্রথম ও ২ য় ধাপের গৃহ ও জমি হস্তান্তরের পর তিনি আগামীকাল ৩য় ধাপের বরাদ্ধের ঘর ও জমি হস্তান্তর করবেন । ৩য় ধাপে ভৈরবে ৭৩ জন গৃহ ও ভ’মিহীনদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে । তবে আগামীকাল ভৈরবে ৫০ জনের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে । ঈদের পর পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শেষে হস্তান্তর করা হবে । একটি ঘর নির্মাণে ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে । উপজেলা প্রশাসনের মাধ্যমে টেকসই ও মজবুত সম্পন্ন ঘর নির্মাণ করা হচ্ছে । একটি ঘরের ২টি রুম.একটি রান্না ঘর ও একটি টয়লেট ও বারান্দাসহ এ ঘরগুলো নির্মাণকরা হচ্ছে । ৪ জন বিশিষ্ট পরিবারের সদস্যরা সুন্দরভাবে ঘরটিতে বসবাস করতে পারবে । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, প্রথম ও ২ য় ধাপের গৃহ ও জমি হস্তান্তরের পর মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ভৈরবে ৭৩টি জন ভ’মিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমিসহ ঘর নির্মাণ করা হয়েছে ।আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ভৈরবে ৫০ জন উপকার ভোগীর মাঝে ৩য় ধাপের বরাদ্ধের ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন । এখন থেকে তার এ ঘর গুলোতে থাকবেন । তাদেও মাথা গোজার ঠাই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদেও সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু,উপজেলা সহকারি কমিশনার ( ভ’মি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,ভৈরব থানার পুলিশ পরিদর্শক শাহআলম মোল্লা, আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমদে সৌরভ,ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেটট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana