মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী) কিশোরগঞ্জ প্রতিনিধি:
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে এতিম ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কটিয়াদী পূর্বপাড়া অবস্থিত বশিরা মান্নান এতিমখানায় ৪০ জন এতিম শিশুদের মধ্যে ইফতার ও কলা মহল দরগা জামে মসজিদ গেটের সামনে পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনূর খন্দকার , আশরাফুল বারী (পিপলু), দর্পন ঘোষ, নিয়াজ মোহাম্মদ, গ্রুপ এক্সপার্ট অল বাংলাদেশ ৯৫ মোঃ আবু সাঈদ মাহমুদ, সাংবাদিক মাইনুল হক মেনু, মাসুম পাঠান, হুমায়রা প্রান্তিকা, মবিন, খন্দকার সাজিদ মোহাম্মদ প্রমূখ দর্পন ঘোষ কটিয়াদী কিশোরগঞ্জ