মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ প্রতিক্ষার পর বয়স্ক ভাতার কার্ড পেলেন ভিক্ষুক নূরুল ইসলাম। হতদরিদ্র গৃহহীন ভিক্ষুক নূরুল ইসলাম কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মৃত জলকত এর পুত্র।
রোববার (১৭ এপ্রিল) হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক গৃহহীন নূরুল ইসলামের হাতে ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মো: এহছানুল হক।
নূরুল ইসলাম ভিক্ষাবৃত্তি করে দিনানিপাত করছেন। নি:সন্তান নূরুল ইসলাম গৃহহীন অবস্থায় হোসেনপুর সরকারি কলেজের বাইসাইকেল স্টোরে অস্থায়ী ভাবে বসবাস করছেন। এর আগে সে পৌরসভার ঢেকিয়া এলাকায় ১৭০০ দিন ড্রেনের মোটা পাইপের ভিতর অবস্থান করে ছিলেন।
তার করুন কাহিনী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। জাতীয় পরিচয়পত্র নং ৩৭৪৪৫৯৮৪৫৩। জন্ম তারিখ ১৯২৭ সালের ১৫ অক্টোবর।
ভাতার কার্ড পাওয়ার পর নুরুল ইসলামের কাছে জানতে চাইলে সে বলেন, পবিত্র মাহে রমজানে ভাতার কার্ড পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।