মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২১ অপরাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশারগঞ্জর কটিয়াদীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কটিয়াদী উপজলা ইউনিটের উদ্যোগে শনিবার (১২ ফব্রুয়ারী) কেক কাটা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা , কটিয়াদী রিপার্টার্স ইউনিটি কার্যালয়ে আলাচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। আলাচনা সভায় জাতীয় সাংবাদিক সংস্থা কটিয়াদী উপজলা ইউনিটের সাধারন সম্পাদক সিএনএন বাংলা টিভির স্টাফ রিপার্টার মাইনুল হক মেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এ.কে.এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশের আলা ও একুশে টাইমস প্রত্রিকার প্রতিনিধি দর্পণ ঘাষ, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাংস্ককৃতিক বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের ও আব্দুল কাদির প্রমূখ। আলাচনা সভায় বক্তারা সাংবাদিকদের ওপর হামলা ও প্রশাসনর দেয়া মামলা প্রত্যাহার করা দাবী জানান।