সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত মঙ্গলবার ১১ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জেলার পাকুন্দিয়া থানার চারালবন এলাকা থেকে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চরকাওনা গ্রামের মৃত হালিম উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মো: সুজন মিয়া (৩৫) কে উল্লেখিত সংখ্যক গাঁজা ও ১টি মোবাইল সেট এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খাঁন (বি.এন) জানান, মো: সুজন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।