রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, শুদ্ধ রাজনীতির প্রাণপুরুষ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার রাতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর আহবায়ক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই চান মিয়া, পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার রতন, উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব কামরুজ্জামান লিটন প্রমুখসহ অন্যান্যরা।

দোয়া পরিচালনা করেন হোসেনপুর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা প্রভাষক আবদুল ওয়াদুদ মকসুদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana