মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
আগুন আমিন:
পাকুন্দিয়ায় বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের একপর্যায়ে বাসে আগুন দেওয়া হয়।
আজ বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষের এক পর্যায়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে বর্তমান ও সাবেক এমপির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনার একপর্যায়ে দুপর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া এলাকায় অনন্যা পরিবহন যার নাম্বার কিশোরগঞ্জ-ব ১১-০০-৬৭ যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। বরাটিয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।