মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

‘তুমি কখনোও মিছিলে যাবে না…জাগরণী গান গাইবে না…।’

‘তুমি কখনোও মিছিলে যাবে না…জাগরণী গান গাইবে না…।’

আমি যখন সুনির্মল শৈশব জীবন কাটিয়ে, কৈশোরে পদার্পন করিলাম। তখন আমার ভদ্র-নিরীহ অভিভাবকগণ, আমাকে বলল: তুমি কখনোও মিছিলে যাবে না, কখনোও অস্ত্র হাতে নেবে না। আর কোন দিনই দেশাত্ববোধক-জাগরনী গান গাইবে না। ততদিনে পাখির পাঁখার মতো আমার পালক গঁজিয়েছে। আমি একাদশ বিজ্ঞান শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। আমার শিরা-উপশিরায় প্রবাহমান টগবগে তরুণ প্রতিবাদী রক্ত। আমাকে পীড়া দিতে লাগলো- প্রতিবাদ করার জন্য, মিছিলে যাওয়ার জন্য। আমি ঝংকারের সুর শুনে সতীর্থদের সাথে মিছিলে গেলাম, শ্লোগান দিলাম- ‘পদ্মা, মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’ কিংবা ‘মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম’ প্রভৃতি। কে আমাকে আটকায়? শুধু তাই নয়, আমি কিছু স্মৃতিচারণমূলক জাগরণী গানের উপর নিজের অস্তিত্বকে খুঁজে পেলাম। ভাঙ্গা গলায়, বেসুরা সুরে সমেবেত সকলের সাথে গাইতে লাগলাম.. ‘কফি হাউজের সেই আড্ডাটা… কোথায় হারিয়ে গেল, সোনালী বিকেলগুলো… ।’ মনোমুগ্ধ হয়ে সুর তুলতে চাইতাম ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি-একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি…।’ অভিভাবক শ্রেণীয় বিজ্ঞ মহোদয় এবং মহোদয়াগণ আরও বলেছিল- কখনও প্রতিবাদ করিবে না, সমাজকে মানিয়ে নিবে। জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে, তোষামোদী শিখ। তৃতীয় ধাপেও আমি ব্যর্থ। বিবেকের দংশনে দংশিত হয়ে, আমি সেইসব বিবেক বর্জিত আদর্শহীন সমাজপতিদের চোখে ভাল থাকতে পারলাম না। তাই আজ আমি দংশিত বিবেক নিয়ে অজানা গন্তব্যে উদ্দ্যেশ্যহীনভাবে নিরুদ্দেশ হতে চাই। হয়তোবা-এ গানই আমার জীবনের শেষ গান। এতেও কোন দু:খ নেই। তবে প্রস্থান বা মৃত্যুটা যেন মাথা উঁচু করে হয়। এটাই আমার গর্ব ও সুখ হয়ে থাকবে-সুন্দর আগামীর প্রত্যাশায়।
চতুর্থধাপেও আমি লজ্জিত ও হতভম্ব।
আমি কখনো সুদর্শন পুরুষ বা রমনী মোহন ব্যক্তি ছিলাম না। কিন্তু আমার সেই চিরচেনা ভাল লাগা ও ভালবাসার মানুষটি আজ মুখের উপর বলে উঠল, ‘সুযোগ পেলে তুমিও হবে পঞ্চ পান্ডবদের একজন। হায়রে.. দুর্ভাগা কপাল আমার। যেন জন্ম থেকেই কপাল পোড়া। শেষ পর্যন্ত নারী লোভী একজন ইভটিজারের স্বনামধন্য পদকটি আমার গলায় ঝুলে গেল। পদকের দড়িটি যদি ফাঁসির দড়ি হতো, তবুও শান্তি পেতাম।
[প্রবন্ধটি রূপক অর্থে লেখা।]

শাফায়েত জামিল রাজীব
সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana