মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

আল বদর

“আলবদর একটি নাম! একটি বিস্ময়। আলবদর শব্দটি নিয়ে ভেলকিবাজী রয়েছে। সাম্প্রদায়িক ছাত্র সমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আল-বদর বাহিনী গঠন করে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩। এই স্মৃতিকে অবলম্বন করে ৩১৩ জন যুবকের সমন্বয়ে এক একটি ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়। আলবদর শব্দটির উৎপত্তিগত প্রেক্ষাপট হলো- আমাদের মুসলমান সমাজে, মহানবী (সা:) এর সময়ে “বদরের যুদ্ধ হয়েছিল। এবং সেই যুদ্ধে ৩১৩ সাহাবী অংশগ্রহণ করেন। কিন্তু একাত্তরের আলবদর ছিল হত্যা, গুম, ধর্ষণ- নিয়ে ব্যস্ত। এছাড়াও এরা ছিল পাকবাহিনীকে সহায়তাকারী আধা সামরিক বাহিনী।” পূণ্য তো দুরের কথা নারী হত্যা ও ধর্ষণই এই ছিল তাদের মূল উদ্দেশ্য।

 

শাফায়েত জামিল রাজীব
সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana