মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

আম্পায়ারিংয়ে নারী, খেলতে আপত্তি তারকাদের

আম্পায়ারিংয়ে নারী, খেলতে আপত্তি তারকাদের

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে নারী আম্পায়ারদের ম্যাচ পরিচালনার দায়িত্ব রাখায় খেলতে আপত্তি জানান দুই দলের ক্রিকেটাররা। এমনটি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

নারী আম্পায়ারকে দেখে এদিন মাঠেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন দুই দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা। যে কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খেলা শুরু হয়। আম্পায়ার পরিবর্তনের জন্য সিসিডিএমের চেয়ারম্যানকে ফোন করা হয়।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দুই দল এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল, কিন্তু পরে মেনে নিয়েছে। জেসি একজন আইসিসির অফিশিয়াল আন্তর্জাতিক আম্পায়ার। তাকে যেহেতু দায়িত্ব দেয়া হয়েছে, অবশ্যই মূল্যায়ন করে দেয়া হয়েছে। এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana