মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের রক্ষায় দৃঢ় প্রত্যয় এরদোগানের

ফিলিস্তিনিদের রক্ষায় দৃঢ় প্রত্যয় এরদোগানের

নিজ ভূমে পরাধীন ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার নিজ দল একে পার্টির (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট) সংসদীয় দলের সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আমাকে একঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পাশে থাকব। খবর ডেইলি সাবাহর।

হামাস যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন এরদোগান।  প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস। এরদোগান বলেন, হামাসের পক্ষে কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে। কিন্তু আমি মনে করি, গোটা দুনিয়ার আসল সত্যিটা জানা উচিত।

‘আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়ব। তাদের পক্ষে কথা বলব।  এমনকি যদি আমাকে একা করেও দেওয়া হয়।’

এরদোগান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে, যারা গাজা উপত্যকা শাসন করছে। কিছু ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের মতো তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana