বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

বরিশাল থেকে ভারত যাচ্ছে ১৯ টন ইলিশ

বরিশাল থেকে ভারত যাচ্ছে ১৯ টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) থেকেই বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর প্রথম চালান পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রফতানিকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল।
বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছেন। এ প্রতিষ্ঠান হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ।

প্রত্যেক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে এ বছর প্রথম চালান রাতে বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে রওনা হবে। প্রথম চালানে ১৯ টন ইলিশ মাছ যাবে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ ওই মাছ রফতানি করবে। বেনাপোলের সীমান্ত দিয়ে ভারত যাবে বলে জানিয়েছেন তিনি।
ভারতে ইলিশ রফতানি করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার জানান, এতে চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হয়ে যাবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে।
তিনি জানান, প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতলা হয়ে ভারতে বিপুল পরিমাণ ইলিশ চোরাই পথে পাচার হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana