শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন
সেক্টর-১ : সেক্টর কমান্ডার মেজর রফিক-উল-ইসলাম বীরউত্তম, (অব:)
স্থান-চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ নিয়ে।
সেক্টর-২: সেক্টর কমান্ডার-মেজর খালেদ মোশাররফ, বীরউত্তম (শহীদ)
স্থান : কুমিল্লা ফরিদপুর জেলা, ঢাকা এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ নিয়ে এই সেক্টর গঠিত।
সেক্টর-৪ : সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি.আর. দত্ত, বীরউত্তম।
স্থান: উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার সমগ্র অঞ্চল নিয়ে এই সেক্টর গঠিত।
সেক্টর নম্বর-৫ : সেক্টর কমান্ডার- লে: জেনারেল মীর শওকত আলী, (বীর উত্তম) (অব:) স্থান: সিলেট জেলার উত্তর অঞ্চল নিয়ে এই সেক্টর গঠিত।
সেক্টর নম্বর-৬ : সেক্টর কমান্ডার- এয়ার ভাইস মার্শাল এম. কে বাশার বীর উত্তম (প্রয়াত) স্থান: রংপুর এবং দিনাজপুর জেলার অংশ বিশেষ।
সেক্টর নম্বর-৭ : সেক্টর কমান্ডার-লে: কর্ণেল কাজী নূরুজ্জামান বীরউত্তম (অব:)
স্থান: রাজশাহী, পাচনা, বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশ বিশেষ।
সেক্টর নম্বর-৮ : সেক্টর কমান্ডার- মেজর জেনারেল এম.এ.মঞ্জুর বীরউত্তম (প্রয়াত) স্থান: কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী জেলা নিয়ে এই সেক্টর গঠিত।
সেক্টর নম্বর-৯ : সেক্টর কমান্ডার- মেজর এম.এ. জলিল (অব: প্রয়াত)
স্থান: বরিশাল, পটুয়াখালী এবং খুলনা, পরিদপুর জেলার অংশ বিশেষ।
সেক্টর নম্বর-১০ : সেক্টর কমান্ডার- অস্থায়ীভাবে নিয়োগ করা হতো। কোন নির্দিষ্ট কমান্ডার ছিলনা। নৌ কমান্ডো দ্বারা এই সেক্টর পরিচালিত।
সেক্টর নম্বর-১১ : সেক্টর কমান্ডার- কর্ণেল এম. আবু তাহের, বীর উত্তম (প্রয়াত) স্থান: কিশোরগঞ্জ বাদ দিয়ে ময়মনসিংহ জেলা এবং টাংগাইল জেলা নিয়ে এই সেক্টর গঠিত।
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক, একুশে টাইমস্