শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন
একাত্তরের ৯ই মার্চ ন্যাশনাল আওয়ামীলীগ (ন্যাপ) প্রধান জননেতা মাওলানা ভাসানী এক জনসভায় শেখ মুজিবুর রহমানকে সমর্থন করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেছিলেন- “লাকুম দ্বীনকুম ওয়ালিয়া দ্বীন অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাই পূর্ববাংলার স্বাধীনতা স্বীকার করে নাও।” শুধু তাই নয়, ঐদিন পল্টন ময়দানের লক্ষ লক্ষ স্বাধীনতাকামী জনতার জনসমুদ্রে হক কথার মানুষ ভাসানী আরও বলেছিলেন- “শেখ মুজিবের নির্দেশিত আগামী ২৫শে মার্চের মধ্যে কোন কিছু করা না হলে; আমি শেখের সাথে মিলে ১৯৫২ সালের মতো তুমুল গণ-আন্দোলন গড়ে তুলব।” অত:পর আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মাওলানা ভাসানী ভারতে গিয়ে স্বাধীনতাকে বেগবান করার লক্ষ্যে আওয়ামীলীগ, কমিউনিষ্ট পার্টি ও নিজ দল ন্যাপের নেতাদের নিয়ে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন। উল্লেখ্য যে, উনার রাজনীতির দুরদর্শিতার কারণে ’৭০ এর নির্বাচনে স্বাধীনতাকামী বাঙালিদের ভোট ভাগ হয় নি। এবং আওয়ামীলীগ সমগ্র পাকিস্তানের একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও, মাওলানা ভাসানী স্বাধীনতার পূর্বেই ইয়াহিয়াখানের বিরুদ্ধে শ্লোগান দিয়েছিল- ‘ভোটের বাক্সে লাথি মারো, পূর্ববাংলা স্বাধীন করো।’
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক, একুশে টাইমস্