শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

ভাষা আন্দোলন দৃশ্যায়িত হয়েছিল-‘কবর’ নাটকে

ভাষা আন্দোলন দৃশ্যায়িত হয়েছিল-‘কবর’ নাটকে

বিশিষ্ট কথা সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী জেলে বন্দী অবস্থায় ’৫৩ সালের ২১শে ফেব্রুয়ারিতে প্রথম ভাষা দিবসে আট/দশটি হারিকেনের আলোয় জেলের অভ্যন্তরেই মঞ্চস্থ করেন- ঐতিহাসিক ও কালজয়ী ‘কবর’ নাটকটি। মঞ্চে অভিনয়ে ছিলেন তাঁর, তিন সহবন্দী।
নাটকের মূল দৃশ্যপটে দেখানো হয়েছে-মুখ্যমন্ত্রী নূরুল আমিনের সামরিক উর্দিধারী বাহিনী সকালের পূর্বেই মৃত দেহগুলোকে কবর দিতে ব্যস্ত-তবে সকল মুর্দাকে একই কবরে। তখন কাল্পনিক চরিত্র মুর্দা ফকির বলে উঠল-“ ওরা মুর্দা নয়, মরেনি, মরবেনা। ওরা কেউ কবরে যাবে না। কবরের নীচে ওরা কেউ থাকবে না…।” পরবর্তীকালে মুর্দা ফকিরের ভবিষ্যৎবানী জাতির ইতিহাস ও পরিক্রমায় পরিস্ফুটিত হয়েছিল। আর ভাষা আন্দোলনের অবধারিত ফসল হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ।

 

শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana