বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
ধন-ধান্য প্ষ্পু ভরা অপূর্ব এ ধরত্রী! কিন্তু প্রকৃতিতে ভারসাম্য ব্যহত হলে মানুষ থেকে শুরু করে পশুপাখিসহ সব প্রাণীর উপর এর প্রভার পড়ে। পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় ভূমিকম্প, সাইক্লোন, সুনামী, অতিরিক্ত খরা, ঝড়-অতিবৃস্টি আর পাহাড়ি ঢল প্রভৃতি আমাদের নিজেদের ডেকে আনা বিপর্যয়। বিশেষজ্ঞরা বলেছেন, এসব প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হচ্ছে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়া। তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে সাগরের উচ্চতা বাড়ছে। ফলে তলিয়ে যাচ্ছে বিশ্বের বহু জনপদ। এই ঝুঁকির মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে ২০০৮ থেকে প্রতি বছর বিশ্বে ২ কোটি ৭০ লক্ষ মানুষ গৃহহীন হচ্ছে। বৈশ্বিক উষ্ণতার ফলে যে হারে বরফ গলতে শুরু করেছে তাতে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় পাঁচ ফুট বাড়বে। এই পরিসংখ্যান সত্যি হলে, সবচেয়ে ভুগবে বাংলাদেশ। ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফডিআই এর মতে, পাঁচ ফুট পানি বাড়লে বাংলাদেশের এক-পঞ্চমাংশ তলিয়ে যাবে; যার ফলে প্রায় ৩ কোটি মানুষ হবে গৃহহীন একইসঙ্গে কমে যাবে ফসল উৎপাদন, বাড়বে রোগ বালাই। বিশ্বে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মূলত উন্নত দেশগুলো গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধি বা অতিরিক্ত কার্বন নি:সরনের কারণে। মূলত: অপরিকল্পিত শিল্পায়ন রোধ, বর্জ্য নি:সরন হ্রাস বায়ু দুষন রোধ এবং পরিকল্পিত বনায়নের মাধ্যমে কার্বন নি:সরন কমানো সম্ভব। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’-এটাই আমাদের শ্লোগান হওয়া উচিৎ।
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম