শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় নিহত-৩০, আহত-২২০

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় নিহত-৩০, আহত-২২০

  • ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে এপর্যন্ত প্রায় ৩০ জন নিহত এবং ২২০জনের বেশি অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    জানাযায়, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় আসলে লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লাগে। এতে যাএীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে প্রায় অনেক যাএীর প্রণহানির ঘটনা ঘটে। পরে দিয়াকুল এলাকায় লঞ্চটি নোঙ্গর করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ত্রনে আনে।
    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঈনুল হক বলেন, ভোর ৪টার সময় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যপারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।ঝালকাঠি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ আমির হসেন বলেন, ২শতাধিকের বেশি যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana