মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

শেষ মুহুর্তে জমে উঠেছে ভাই-বোনের হাড্ডা হাড্ডি লড়াই

শেষ মুহুর্তে জমে উঠেছে ভাই-বোনের হাড্ডা হাড্ডি লড়াই

মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার হাট-বাজার, পাড়া মহল্লায়, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ধাপে ধাপে মিছিলে সরগরম হয়ে উঠছে কিশোরগঞ্জ শহর। কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) নিয়ে গঠিত এ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন তারই আপন বড় ভাই মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম। বিভিন্ন পথসভায় মিটিং মিছিলে তাদের পাল্টা-পাল্টি বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে চলছে আলোচনার ঝড়। ভাই-বোনের ভোটের লড়াইকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
সৈয়দা জাকিয়া নূর লিপি’র পথসভা ও প্রচারণায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার ও জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন কাজ করছেন। এ ছাড়া লিপি’র সঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সৈয়দ নজরুলের অপর দুই ছেলে ও এক মেয়েও নির্বাচনী মাঠে কাজ করছেন।
অন্যদিকে সাফায়েতুল ইসলামের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটো। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনিও স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করে সাফায়েতুলকে সমর্থন জানান। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেনও সাফায়েতের পক্ষে মাঠে নেমেছেন।
একাধিক ভোটারদের সঙ্গে কথা বলে জানাযায়, ডা: সৈয়দ জাকিয়া নূর লিপি ও শাফায়েতুল ইসলাম এর মাঝে চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। একে অপরকে ইঙ্গিত করে আক্রমনাত্বক বক্তব্য দিচ্ছে। এই ভোট যুদ্ধের মাঠে কে বিজয়ী হবে তা বলা যায় না তবে বর্তমান এমপির চেয়ে শাফায়েতুল ইসলামের পক্ষে জনগণের সমর্থন অনেকটা বেশি। সাধারণ ভোটারদের কথা একটাই যে- তাদের দু:খ দুর্দশার কথা যে বুঝবে তারা তাকেই ভোট দিবে।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, নির্বাচন করা গণতান্ত্রিক অধিকার। আর প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য যেহেতু দলের পক্ষ থেকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই নির্বাচন করাতো দোষের কিছু নেই। তবে সকলে ধৈর্য সহকারে প্রচারণা চালালে ভোটকেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতি দেখা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana