মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

কুলিয়ারচরের সালুয়ায় নৌকার নির্বাচনী জনসভায়- নাজমুল হাসান পাপন

কুলিয়ারচরের সালুয়ায় নৌকার নির্বাচনী জনসভায়- নাজমুল হাসান পাপন

মোঃ মাইন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। বুধবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার সালুয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিণী ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের নির্বাহী পরিচালক রোকসানা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন ও সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম প্রমুখ। এ ছাড়াও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমি লীগ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে মরহুম পিতা প্রয়াত রাষ্টপতি আলহাজ্ব জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, দেশ বিরোধী চক্র দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছে। জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। নির্বাচন বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জহুর লিলু মিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana