শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

মন যা বলে সেটাই করার চেষ্টা : অভিনেত্রী ইয়ামি

মন যা বলে সেটাই করার চেষ্টা : অভিনেত্রী ইয়ামি

তারকাদের মতো খুব একটা আলোচনায় না থাকলেও বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। একের পর এক মুক্তি পায় তার ‘ওএমজি টু’, ‘লস্ট’ এবং ‘চোর নিকাল কে ভাগা’ সিনেমাগুলো।
প্রতিটি সিনেমাই ইয়ামির ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত করেছে। যা নিয়ে বছর শেষে দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করলেন এই অভিনেত্রী।
ইয়ামি বলেন, ‘আমি শুরু থেকেই নিজের অভিনীত চলচ্চিত্র, আমার পছন্দ এবং দর্শক প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করি। সত্যি আমি অনেক খুশি, এবার প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে আমার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবার আসলে প্রতিটি মাধ্যমেই যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কারণ একজন অভিনেতা হিসেবে সবারই প্রত্যাশা থাকে কাজটি সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছে যাক এবং ব্যবসায়িকভাবে সফল হোক। সেই জায়গা থেকে বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে। যে কারণেই হয়তো ভক্তরা প্রতিদান দিতে দ্বিধা করে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana