শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সরকারী গুরুদয়াল কলেজে ছাত্র বাংলা সাহিত্যে পড়ুয়া প্রেম কুমার থার্টি ফাস্ট নাইটকে সেলিব্রেশন করতে গিয়ে মাঝ রাত অবধি শহীদ মিনারের বেদিতে আড্ডা দিয়েছে। অত:পর কাব্যিক প্রেম কুমার নিঝুম রাত্রে হেঁটে-হেঁটে গন্তব্যস্থল বত্রিশের দিকে রওয়ানা দিল। কিন্তু প্রেম কুমার উচ্চ বালিকা স্কুলের সামনে পৌঁছতেই হটাৎ আঁতকে উঠল। কোথা থেকে যেন করুণ স্বরের কথোপকথন শোনা যাচ্ছে। তারপর সে উপর দিকে চেয়ে স্কুল গেটের বড় গাছটির দিকে তাকাল। গাছের মগডালে প্রেমিক ব্যাঙ এবং তার স্ত্রী ব্যাঙামীর কথাগুলো শুনতে পেলো।
ব্যাঙ তার স্ত্রীকে বললো- হাই ডার্লিং, তোমাকে আজকের এই আনন্দঘন দিনে এমন কুৎসিত দেখাচ্ছে কেন ? তোমার চেহারায় এটা কিসের ছাঁপ ? তখন প্রেমিকা ব্যাঙামী কাঁদতে কাঁদতে বললো, প্রিয়তমা আমার কোন দোষ নেই। ঐ যে বিউটি পার্লারটি দেখতে পাচ্ছ না! ওরা নকল প্রসাধনী ব্যবহার করে আজকের এই মধুময় রাত্রে আমাকে ভূত বানিয়ে দিল। তখন প্রেমিক ব্যাঙটি আবেগময় কণ্ঠে বলে উঠল- আমি এই অবিচারের শেষ চাই।
শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।