মোঃ মাইন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ছয়সূতী বাসস্ট্যান্ডের উত্তর পাশে অষ্টগ্রাম অটো রাইস মিল সংলগ্ন ব্রিজের নিচে একটি ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদে জানিয়েন, এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।