শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন
একুশে ডেস্ক:
বিভিন্ন ইস্যুতে বিএনপি বিদেশিদের কাছে গুরুত্ব পাচ্ছে না। ফলে প্রত্যাখ্যাত হয়ে মির্জা ফখরুল সুর পালটিয়ে আমাদের দোষ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে, তিনি স্বেচ্ছায় যাননি। বিদেশিদের কাছে আমরা না বিএনপি যাতায়াত করে তাদের কাছে প্রত্যাখ্যাত হয়ে সুর পালটিয়ে বলছে আমাদের নাকি বিদেশিরা গুরুত্ব দিচ্ছে না।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এটি একটি মানবিক সমস্যা যার সমাধান করা অতি জরুরি। কিন্তু আন্তর্জাতিক মহলের যেই চাপ সৃষ্টি করার কথা ছিল তারা সেটি করছে না। চীন ও ভারতের গুরুত্ব এখানে অনেক বেশি। এজন্য আমরা তাদের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।