রবিবার, ১১ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

সেই বিতর্কিত ঘটনায় আক্ষেপ নেই হারমানপ্রিতের

সেই বিতর্কিত ঘটনায় আক্ষেপ নেই হারমানপ্রিতের

গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বিতর্কিত ঘটনার জন্ম দেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর। যে কারণে তাকে ২ ম্যাচ নিষিদ্ধ এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়।

হারমানপ্রিত আরও বলেন, ‘আমার মনে হয় না, কোনো ক্রিকেটার বা কোনো ব্যক্তিকে ভুল কিছু বলেছি আমি। মাঠে যা হয়েছে সেসবই বলেছি। এটা নিয়ে কোনো আক্ষেপ করি না।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি টাই হওয়ায় সিরিজ ১-১ ড্র হয়।

ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে আউট হন হারমানপ্রিত। আম্পায়ারের আঙুল উঠতে দেখেই তিনি ফুঁসে ওঠেন। শুরুতে এক হাত দিয়ে থাবা মারেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। আম্পায়ারের দিকে তাকান আগুনে দৃষ্টিতে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে থাকেন টানা। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও আম্পয়ারদের নিয়ে বাজে মন্তব্য করেন হারমানপ্রিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana