রবিবার, ১১ মে ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
টি-টোয়েন্টি আসার পর থেকে নতুন নতুন রূপে হাজির হচ্ছে ক্রিকেট। খেলোয়াড়দের ব্যাটিং-বোলিংয়ের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। টেস্ট ক্রিকেটও এখন শম্বুক গতিতে চলে না। দেশে দেশে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আন্তর্জাতিক, ঘরোয়া ও বিদেশি লিগ মিলিয়ে এখন ক্রিকেটারদের দম ফেলারও ফুরসত নেই।
তিনি আরও জানিয়েছেন, লাহোর ও করাচিতে গত কয়েক সপ্তাহ ধরে আক্রমণাত্মক দক্ষতার ওপর জোর দিচ্ছেন তার শিষ্যরা।আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ ও এশিয়া কাপেও সেটির বাস্তবায়ন দেখাতে চায় তারা।
ব্রাডবার্ন বলেছেন, ‘আমরা নেটে দক্ষতা দেখানোর জন্য অনুশীলন করছি না। আমরা সেই দক্ষতা ম্যাচেই দেখাতে চাই এবং এটা কোচ থেকে খেলোয়াড়দের প্রতি অনুরোধ নয়। এটা তাদের জন্যই দরকার, কারণ বৈশ্বিকভাবে খেলাটি ছড়িয়ে পড়ছে। আমরা ক্রিকেট জয়ের জন্য খেলতে চাই।’