শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
বলিউডসহ প্রায় সব বিনোদন জগতে সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। আজ এক দম্পতির সম্পর্ক জোড়া লাগছে তো অন্য জুটির সম্পর্কের ভাঙন ধরছে। অনেক জুটির কয়েক মাসের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হয়ে যায়, আবার কেউ যুগের পর যুগ ঘর সংসার করে যাচ্ছেন। আর বিনোদন জগতের লোকজনের ওপর সবার নজর থাকে তাই কোনো তারকা জুটির ভাঙনের বিষয়টি প্রকাশ্যে এলেই রীতিমতো হৈচৈ পড়ে যায়। এবার নাকি দীর্ঘ ১৮ বছরের বিবাহিত সম্পর্ক ভাঙছে অভিনেতা ফাহদিন খান ও তার স্ত্রী নাতাশা মাধবানির। খবর টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।
কিন্তু তাদের বিবাহবিচ্ছেদের খবরেই এখন সরগরম বলিপাড়া। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে আলাদাই থাকছেন তারা। নাতাশা দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। ফারদিন মায়ের সঙ্গে রয়েছেন মুম্বাইয়ে। তবে তারা বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি যদিও। তবে জানা যায়, পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন এবং নাতাশা।