শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

তোমাকে সবসময় ভালোবাসি আফজাল: সুবর্ণা মুস্তাফা

তোমাকে সবসময় ভালোবাসি আফজাল: সুবর্ণা মুস্তাফা

নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে লিখেছেন- শুভ জন্মদিন আফজাল, তোমার সুখ কামনা করছি। তোমাকে সবসময় ভালোবাসি।

সেই পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ অঙ্গনের অনেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখেছেন। পোস্টে ছবিটির প্রশংসা করছেন। অভিনেত্রী দীপা খন্দকার পোস্টে মন্তব্য লিখেছেন- শুভ জন্মদিন আফজাল ভাই। ছবিটি খুব সুন্দর।

নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন আজ। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ বছরে পা রাখলেন এই অভিনেতা। আশির দশকে আফজাল হোসেন হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্ম নেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষদিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। চলচ্চিত্রেও প্রশংসা কুড়িয়েছেন দর্শকপ্রিয় এই অভিনেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana