বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ডেঙ্গিতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪ নতুন রোগী

ডেঙ্গিতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪ নতুন রোগী

একুশে ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা।  এই সময়ে আরও ১৩৪ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরে ১২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ১৩৪ জনের ডেঙ্গি শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে মোট ৫০৬ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৮৫৪ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ২ হাজার ১১৯ জন এবং ৭৩৫ জন ঢাকার বাইরের।

গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

২০০০ সালে দেশে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। সে বছর দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana