শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

শোলাকিয়া ঈদগাহ কমিটির প্রস্ততিসভা

শোলাকিয়া ঈদগাহ কমিটির প্রস্ততিসভা

স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় আসন্ন ঈদুল আজহার জামাত নিরাপদ ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্ততি নেওয়া হচ্ছে জানিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুলকালাম আজাদ বলেন, মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রয়োজন হলে যে কোনো সিদ্ধান্ত নেবে আইন-শৃঙ্খলা বাহিনী।
শোলাকিয়া ঈদ গাহে আসন্ন ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ ও কার্যকরী পরিষদের প্রস্ততি সভায় তিনি এ কথা বলেন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আবুলকালাম আজাদের সভাপতিত্বে ঈদগাহ কমিটির প্রস্ততি সভায় জানানো হয়, শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৬ তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে। ঈদ জামাত কেনির্বিঘœ করতে ঈদগাহ মাঠের আশপাশে বিজিবিসহ বিপুল পরিমাণ র‌্যাব-পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯ ঘটিকায়। ইমামতি করবেন আল্লামাফরিদ উৃদ্দিন মাসউদ। বিকল্প হিসেবে মাও. শোয়াইব বিন আ.রউফ, মাও হিফজুর রহমান খান, মাও. আহমাদুল্লাহ।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব সদরের ইএনও মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, র‌্যাব-১৪ সিপিসি-২, এর অধিনায়কসহ বিভিন্ন বিভাগের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাঠ পরিচালনা কমিটির সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana