বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

ডেস্ক রিপোর্ট:

মানিকগঞ্জের সিংগাইরে ডাক্তারের ভুল চিকিৎসায় আমিনুর রহমান টিপু নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাংচুর করেছেন উত্তেজিত জনতা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে চারিগ্রাম চৌরাস্তায় তালের শাঁস বিক্রি করছিল টিপু। রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা হলে পাশেই চারিগ্রাম জেনারেল হাসপাতালে যান। ওই হাসপাতালের ডাক্তার আবুল কালাম আজাদ পরীক্ষা নিরীক্ষা শেষে গ্যাসের ইনজেকশন পুশ করেন। এরপরই টিপুর মৃত্যু হয়। রোগীর স্বজনদের কিছু বুঝে উঠার আগেই ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। স্বজনরা দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সুযোগে ওই হাসপাতালের মালিকপক্ষসহ ডাক্তার, নার্স তালা দিয়ে দ্রুত পালিয়ে যান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana