সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা জীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন। গত বছরের ৯ জুন দীর্ঘ দিনের প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হয়েছেন। চুটিয়ে উপভোগ করছেন বিবাহিত জীবন। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কর্মজীবনেও গড়েছেন মাইলফলক। কাজ করছেন শাহরুখ খানের মতো তারকার সঙ্গে। এবার নাকি মন দিয়েছেন ব্যবসায়। খবর টলিউড ডটনেটের।
এই তারকা দম্পতি থিয়েটারটি নতুন করে সাজানোর পরিকল্পনা করেছেন। এতে থাকবে দুটি স্ক্রিন। আর আসন থাকবে এক হাজার। দর্শকদের হলমুখী করতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগেও তিনি ব্যবসা শুরু করেছিলেন। বন্ধুর সঙ্গে মিলে কসমেটিকসের ব্যবসা করেন নয়নতারা। এছাড়া নয়নতারা-বিগনেশ যৌথভাবে একটি প্রোডাকশন হাউস পরিচালনা করছেন।