শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক : কিশোরগঞ্জের ভৈরবে মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাজাঁ ও মাদক বিক্রির ৮৪ হাজার ৩শ ৪০ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল অফিসের একটি আভিযানিক দল ।
এ সময় অভিযানের টের পেয়ে মাদককারবারি রতন মিয়া পালিয়ে যায় । জানাযায়,আজ বুধবার দুপুর আনুমানিক ২ টার দিকে শহরের পলতাকান্দা গ্রামে মৃত নুর মোহাম্মদ মিয়ার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল অফিসের একটি আভিযানিক দল । এ সময় অবিযানের টের পেয়ে মাদক কারবারি রতন মিয়া জানালা দিয়ে পালিয়ে যায় । পওে তার বসত ঘর থেকে ৬ কেজি গাজাঁ ও মাদক বিক্রির ৮৪ হাজার ৩শ ৪০ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আভিযানিক দল ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।