শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

করিমগঞ্জে ছিনতাই হওয়া অটোসহ গ্রেফতার ১

করিমগঞ্জে ছিনতাই হওয়া অটোসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
তরুণ শরীফের (২৪) অটোচালনা পেশার প্রথম দিনই হল তার জীবনের শেষ দিন৷ এক বছর পূর্বে নতুন বউ নিয়ে সংসার পাতা শরীফের আর্থিক অস্বচ্ছলতা দেখে তার দুলাভাই আক্কাছ ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকা দিয়ে লতিফপুর বাজার থেকে একটি পুরাতন অটোরিক্সা কিনে দেয় গত ২১ মে দুপুরে৷ বিকেলে করিমগঞ্জ থানাধীন গুণধর এলাকার খয়রাতের মোড়ের একটি গ্যারেজ থেকে অটোরিক্সার কিছু মেরামত কাজ শেষে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায় শরীফ৷ করিমগঞ্জ থানাধীন গুণধর ইউনিয়নের দড়ি গাংগাটিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে শরীফ৷ নিখোঁজের পরের দিন ২২ তারিখ অনুমান সকাল ৮ ঘটিকার দিকে গুণধর এলাকার নলীন ব্রিজের নীচে মাথার উপর পাথর-সিমেন্টের মোল্ডের টুকরো দিয়ে মাথায় চাপা দেওয়া নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় শরীফের৷ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শরীফকে নির্মমভাবে হত্যা করে অটোরিক্সাটি ছিনিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়৷ পুলিশ সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর সার্বিক তদারকি ও নির্দেশনায় ঘটনার পর পরই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়৷ ভিকটিমের পিতা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে করিমগঞ্জ থানায় মামলা রুজু করেন যার মামলা নং ১৯, তারিখ ২২/০৫/২০২৩ ইং, ধারা- 394/302/201/34, The Penal Code, 1860৷ মামলাটির তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)খন্দকার হাফিজুর রহমান৷গত মঙ্গলবার ২৩ মে রাত সাড়ে ৯ টায় করিমগঞ্জ থানার এক চৌকস টিম কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকার নানা জায়গায় অভিযান পরিচালনা করার পর গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার ফকির মার্কেট হতে ঘটনার সাথে জড়িত সেলিম (৩৯), পিতা- মো: হাবিবুর রহমান, সাং- পাটধা কাঁঠালিয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি গ্যারেজ হতে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়৷ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে৷ পূর্ব পরিকল্পিতভাবে যাত্রীবেশে ৩/৪ জন অটোরিক্সায় উঠে কৌশলে নীরব ও নির্জন এলাকায় নিয়ে যেয়ে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম শরীফকে হত্যা করে৷ পরবর্তীতে অটোরিক্সাটি নিয়ে সদর থানাধীন বিন্নাটি এলাকার একটি গ্যারেজে চার্জ দিয়ে গাজীপুর নিয়ে চলে যায়৷ ভিকটিম শরীফকে হত্যা করে নৃশংস হত্যাকাণ্ডসহ অটোরিক্সা ছিনতাইয়ের সাথে জড়িত বিবাদী সেলিমকে আজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে৷

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana