বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

অর্থনীতি চাঙ্গা করতে আইনজীবীদের ১১ দফা গুরুত্বপূর্ণ: প্রধান বিচারপতি

অর্থনীতি চাঙ্গা করতে আইনজীবীদের ১১ দফা গুরুত্বপূর্ণ: প্রধান বিচারপতি

একুশে ডেস্ক :

আসন্ন জাতীয় বাজেট প্রণয়নে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আইনজীবীদের ১১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতির সঙ্গে বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নেতাদের সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

গত রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান অর্থপাচার রোধ ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ‘ব্যাংক ও বীমা’ বিভাগ নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান।

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আয়কর আইনের নানা জটিল বিষয়গুলো দ্রুত সংস্কার এবং সহজ শর্তে দেশে বিনিয়োগের সুযোগ দিলে অর্থপাচার অনেকটা কমবে বলে তার ধারণা। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ১১ দফা দাবি উপস্থাপন করেন।

বুধবার জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামানের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ১১ দফা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana