সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ২০২০-২০২১ ব্যাচের মাস্টার্স মাঠকর্ম সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এউপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘদিন যাবত অনুশীলন করা শিক্ষার্থীরা তাদের মাঠকর্ম বাস্তবায়ন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার এ মিলনমেলার সমাপনী ঘটে। সমাপনী অনুষ্ঠানে মাঠ কর্মের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভুঁইয়া হিরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, শেখ মোঃ নুরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী।
অনুষ্ঠানে অনুশীলণ কর্মে অংশগ্রহণকারীগণ কেক কেটে অনুষ্ঠানিকভাবে তার সমাপ্তী করা হয়। এ সময় কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ২০২০-২০২১ ব্যাচের মাস্টার্স মাঠ কর্মের শিক্ষার্থীগণ ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।